শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরেই জকসু নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেন জবি উপাচার্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
জবি শিক্ষার্থীদের অনশন  
expand
জবি শিক্ষার্থীদের অনশন  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপাচার্য জানান, জকসু বিধিমালা ইতোমধ্যে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দ্রুত অনুমোদন হলে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। তিনি বলেন, “অনুমোদিত বিধির ভিত্তিতেই নির্বাচন করা সম্ভব হবে। আমাদের লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই ভোট সম্পন্ন করা।”

একই সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য। তার ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে গঠিত কমিটি আগামী সপ্তাহ থেকেই দৃশ্যমান পরিবর্তন আনতে পারবে।

এদিকে দুপুরে একদল শিক্ষার্থী তিন দফা দাবিতে অনশন শুরু করে। তাদের দাবির মধ্যে ছিল—

সম্পূরক বৃত্তির কার্যকর তারিখ নির্ধারণ, জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ভর্তুকি দিয়ে ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বাড়ানো।

একই দিন ছাত্রশিবিরের জবি শাখার নেতারা ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে জকসু আইন দ্রুত পাসের দাবি জানান। সংগঠনটি ২৫ সেপ্টেম্বরের মধ্যে আইন পাসের আলটিমেটামও দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন