

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভুয়া অবতীর্ণ সনদ দাখিল করে ৩৮তম ও ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি গ্রহণের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত বিফ্রিংয়ে এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের দুইজন সুকান্ত কুন্ডু ৪১ তম বিসিএস, সঞ্জয় দাস ৩৮ তম বিসিএস এবং পররাষ্ট্র ক্যাডারের একজন আবু সালেহ মো. মুসা ৩৮ তম বিসিএস এ জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুতপূর্বক সনদ দাখিল করে।
উক্ত অপরাধের প্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭ এর ১০(চ) বিধির আলোকে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে দুদক।
মন্তব্য করুন
