মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলে বিপুল পরিমাণ গাঁজাসহ বাবা-মেয়ে আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
গাঁজাসহ বাবা-মেয়ে আটক
expand
গাঁজাসহ বাবা-মেয়ে আটক

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মাহাবুল হাওলাদার ও তার মেয়ে মোছাম্মৎ সুমি।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে তাদের আটক করে এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশ জানিয়েছে, এর আগেও তারা দুই বার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস) মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিল। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছিল।

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে। বাবা-মেয়েকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এমআরটি পুলিশ দুই মাদক কারবারিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন