

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বাড্ডা এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুবীর বিশ্বাসকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা ছিলেন।
তিনি ওই এলাকার শচীন বিশ্বাসের ছেলে। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন

