

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রায় ২৪ ঘণ্ট ধরে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার রাতভর হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে অবস্থান করেছিলেন বিক্ষোভকারীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ওসমান হাদির কবর জিয়ারতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াতের সুবিধার্থে শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা।
পরবর্তীতে, দুপুর ১২টায় তারা আবার শাহবাগ চত্বরে ফিরে আসেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং হত্যার বিচারের নিশ্চয়তা দিতে না পারে, তবে সেই সরকারের কোনো নৈতিক অধিকার নেই।’
অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেছে।
এগুলো হলো- দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার সম্পন্ন করা ; হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গোয়েন্দা সংস্থা (যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড) যুক্ত করা, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা দায়ীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা ; এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা।
গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন
