সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
মার্কিন ডলার-ফাইল ছবি
expand
মার্কিন ডলার-ফাইল ছবি

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

রবিবার ১৬১ কোটি ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর সদস্য দেশগুলোর সঙ্গে দুই মাস পরপর আমদানি লেনদেনের জন্য এই বিল পরিশোধ করা হয়।

অক্টোবরের শেষের দিকে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের বেশি ছিল। আকুর বিল পরিশোধের পর তা ৩১ বিলিয়নে নেমে আসে।

তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, সম্প্রতি রেমিট্যান্স ও রপ্তানি ভালো থাকার কারণে রিজার্ভ মোটামুটি স্থিতিশীল রয়েছে।

ইতিহাস অনুযায়ী, সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২২ সালের আগস্টে, ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার। এরপর রিজার্ভ কমতে কমতে গত বছরের জুলাইয়ে ২০ দশমিক ৩৯ বিলিয়নে নেমেছিল।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডলার বিক্রি সীমিত রাখা এবং বৈদেশিক ঋণের কিছু যুক্ত হওয়ার ফলে রিজার্ভ আবার স্থিতিশীল হয়েছে।

চলতি মাসের ৬ নভেম্বর পর্যন্ত রিজার্ভ ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী এটি ২৮ বিলিয়ন ডলারের সমান। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকা প্রয়োজন।

বর্তমানে এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে প্রায় ৫.৫ বিলিয়ন ডলারের আমদানি খরচ মেটানো সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন