বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের দামে রেকর্ড উত্থান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
স্বর্ণের দামে রেকর্ড উত্থান
expand
স্বর্ণের দামে রেকর্ড উত্থান

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা ফের বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞা ও চীনের রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনার জেরে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,১১৯.৪৯ ডলারে দাঁড়ায়, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। বুধবার এটি নেমে গিয়েছিল প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার মার্কেটে দাম বেড়ে হয়েছে আউন্সপ্রতি ৪,১৩৬ ডলার, যা আগের দিনের তুলনায় প্রায় ১.৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিকেই ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার তেল খাতের দুই জায়ান্ট লুকঅয়েল ও রসনেফট।

এদিকে, চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্তের পর পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটন ল্যাপটপ থেকে শুরু করে জেট ইঞ্জিন পর্যন্ত সফটওয়্যার-নির্ভর পণ্যের রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ নীতির পরিকল্পনা করছে। এই দুই ঘটনার প্রভাবেই বিশ্ববাজারে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করেছে।

চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা সোমবার ইতিহাসের সর্বোচ্চ আউন্সপ্রতি ৪,৩৮১.২১ ডলার ছুঁয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার প্রত্যাশা, এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার প্রবণতা এই মূল্যবৃদ্ধির মূল কারণ।

রুপা : প্রতি আউন্স ১.৭ শতাংশ বেড়ে ৪৯.৩৩ ডলার। প্লাটিনাম : ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৬৫৯.৫০ ডলার। প্যালাডিয়াম : ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৪৫০ ডলার।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন