

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে প্রত্যাশার তুলনায় কিছুটা ভালো অবস্থানে আছে। তবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও অনিশ্চয়তা এখনও সমস্যা হিসেবে রয়ে গেছে।
ওয়াশিংটনে বুধবার (৮ অক্টোবর ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জর্জিয়েভা বলেন, “বিশ্ব অর্থনীতি ভয় পাওয়ার মতো খারাপ নয়, তবে আমরা চাই তার চেয়ে ভালোও নয়।” তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রসহ কিছু উন্নত ও উদীয়মান দেশগুলোর প্রত্যাশার চেয়ে সামান্য ভালো পারফরম্যান্সের কারণে বিশ্ব অর্থনীতি এই ও আগামী বছরে ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
জর্জিয়েভার মন্তব্য এসেছে আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার আগে, যেখানে বিশ্বের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নেবেন।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতি বিভিন্ন ধাক্কা সহ্য করলেও তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। এর পেছনে সচেতন নীতি, বেসরকারি খাতের অভিযোজন ক্ষমতা, অপেক্ষাকৃত কম শুল্ক হার ও অনুকূল আর্থিক পরিবেশের ভূমিকা রয়েছে।
জর্জিয়েভা সতর্ক করে জানান, শুল্কনীতির পুরো প্রভাব এখনো প্রকাশ পায়নি এবং বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা এখনও পুরোপুরি পরীক্ষা হয়নি। যুক্তরাষ্ট্রের গড় শুল্ক হার বর্তমানে ১৭.৫ শতাংশ, যা এপ্রিলের ২৩ শতাংশ থেকে কমেছে।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, মধ্যমেয়াদে বিশ্ব প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে থাকবে, যা কোভিড-পূর্ব সময়ের তুলনায় কম।
তিনি আরও বলেন, বিশ্ব প্রবৃদ্ধির ধারা পরিবর্তিত হচ্ছে, চীনের বৃদ্ধি মন্থর হচ্ছে, আর ভারত হয়ে উঠছে নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি।
জর্জিয়েভা দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান, যাতে দীর্ঘমেয়াদে উৎপাদন বৃদ্ধি, রাজস্ব স্থিতি পুনর্গঠন এবং অতিরিক্ত বাণিজ্য ঘাটতি মোকাবিলা করা যায়। ইউরোপীয় স্থবিরতার প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত ‘সিঙ্গেল মার্কেট সিজার’ নিয়োগ করে সংস্কার ও খাতের একীভূতকরণ ত্বরান্বিত করা।
মন্তব্য করুন
