বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের নতুন জিএসটি হার, শতাধিক পণ্যের দাম কমবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
expand
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ভারতের জিএসটি কাউন্সিলের দীর্ঘ বৈঠক শেষে কর কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির শতাধিক পণ্যের ওপর কর কমতে যাচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলবে বাজারমূল্যে।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে। বর্তমান ১২ শতাংশ ও ২৮ শতাংশ করহার বাতিল করে নতুনভাবে ৫ শতাংশ, ১৮ শতাংশ ও ৪০ শতাংশ হারে কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন, কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে এবং দীপাবলির আগেই সাধারণ মানুষ এর সুফল পাবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরেই দাম নিয়ন্ত্রণে রাখতে করহার সমন্বয়ের উদ্যোগ নিয়ে আসছেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমানোর কথা বলা হয়েছে।

নতুন কাঠামোয় স্বাস্থ্যবিমা ও জীবনবিমার ওপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। যেসব পণ্যে আগে ৫ শতাংশ কর ছিল, তার অনেকগুলোকেই শূন্য করের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক ধরনের ওষুধ, পাউরুটি, রুটি-পরোটা ও পনির।

কর কমার ফলে দাম কমবে— মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট নুডলস, পিৎজা ব্রেড, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ডায়াপার, অক্সিজেন সিলিন্ডার, ৩২ ইঞ্চি টিভি, ডিশ ওয়াশার, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেনসিল, এসি, মার্বেল ও গ্রানাইটসহ বিভিন্ন পণ্যে।

এছাড়া ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহণের জন্য ব্যবহৃত গাড়ি, ৩ চাকার যানবাহন এবং ৩৫০ সিসির নিচের মোটরসাইকেলের দামও কমবে। তবে বিলাসবহুল গাড়ির ওপর কর বেড়ে ৪০ শতাংশ হবে।

বিলাসবহুল ও ক্ষতিকর পণ্য— যেমন পান মশলা, কোল্ড ড্রিঙ্কস, মদ ও তামাকজাত দ্রব্যের ওপরও ৪০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন