

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রবল চাপের মুখে আরও দুর্বল হয়েছে রুপি।
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে।
সর্বশেষ লেনদেনে এক ডলারের বিনিময়ে রুপির মূল্য দাঁড়িয়েছে ৯০ দশমিক ৫৮।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের ডলারের শক্ত অবস্থান, সুদের হার বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগের গতি কমে যাওয়াই রুপির এই অবমূল্যায়নের প্রধান কারণ।
এর সঙ্গে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় ও চলতি হিসাব ঘাটতির চাপ মুদ্রাবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
রুপির দরপতনের প্রভাব সরাসরি পড়তে পারে আমদানি ব্যয়ের ওপর। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এর ফলে জ্বালানি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে।
একই সঙ্গে শিল্পখাতে ব্যবহৃত কাঁচামালের খরচও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও দুর্বল রুপির কারণে স্বল্পমেয়াদে রফতানিকারকরা কিছুটা সুবিধা পেতে পারেন, তবে সামগ্রিক অর্থনীতির জন্য এই অবমূল্যায়ন ইতিবাচক নয় বলেই মত বিশ্লেষকদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য হস্তক্ষেপ ও নীতিগত উদ্যোগের দিকে এখন তাকিয়ে রয়েছে বাজার সংশ্লিষ্টরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য করুন

