

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ থেকে জাহাজ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। ঢাকায় সফররত অবস্থায় তিনি চট্টগ্রাম ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলাদেশের বিভিন্ন শিপইয়ার্ড মানসম্পন্ন জাহাজ তৈরি করছে, যা পাকিস্তানের জন্যও আমদানির সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি নির্মাণ সামগ্রী খাতেও সহযোগিতা বাড়ানো সম্ভব।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এসব কথা জানান তিনি। পাকিস্তানি মন্ত্রীর মতে, পারস্পরিক সহযোগিতা ও যথাযথ পদক্ষেপ নিলে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে।
জাম কামাল খান বলেন, দুই দেশের সম্পর্ক ইতিবাচক অবস্থায় রয়েছে এবং ব্যবসায়ী মহলেও একসাথে কাজ করার প্রবল আগ্রহ আছে। বিশেষ করে পর্যটন, সংস্কৃতি, শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন ও আইসিটি খাতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি ত্রিপক্ষীয় উদ্যোগ নিলে আফ্রিকা ও মধ্য এশিয়ার বিশাল বাজার ধরা সম্ভব হবে। তিনি জানান, পাকিস্তানের খাতভিত্তিক প্রতিনিধি দল পর্যায়ক্রমে বাংলাদেশ সফর করবে।
সভায় এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে ঘাটতি থাকলেও সহযোগিতার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি জানান, বিনিয়োগ, প্রযুক্তি, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ, স্টার্টআপ, ফিনটেক, টেক্সটাইল, অটোমোবাইলসহ বহু খাতে যৌথ উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি ডিজিটাল অর্থনীতিতে পারস্পরিক কাজ করার দিকেও জোর দিতে হবে।
এসময় তিনি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়াতে সভা-সেমিনার আয়োজনের কথা জানান এবং দুই দেশের মধ্যে ভিসা সহজীকরণের আহ্বান জানান।
সভায় অংশ নেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন, এফবিসিসিআইর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, ব্যবসায়ী নেতা নিয়াজ আলী চিশতীসহ বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা।
বক্তারা বাংলাদেশের চা ও পাটপণ্য পুনরায় পাকিস্তানে রপ্তানির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চালুর দাবি জানান।
সভায় দুই দেশের বাণিজ্য, শিল্প, খাদ্য ও বিনিয়োগ সহযোগিতার নানা সম্ভাবনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্তব্য করুন