শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সোনার দামে বড় লাফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম
সোনার গহনা
expand
সোনার গহনা

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের বৃদ্ধি ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের সোনার ক্ষেত্রে প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত। এর ফলে ভালো মানের সোনার দাম প্রথমবারের মতো দুই লাখ ৪৪ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য তালিকা আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

আন্তর্জাতিক স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৭৪৫ ডলারের বেশি হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৫৯০ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৫ হাজার ২৯৯ টাকায়, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X