

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় বিএনপি ও ছাত্রদলের ৬ নেতার নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১০০ থেকে ১২০ বিএনপি ও যুবদল নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখিত আসামীরা হলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মহির উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি তুহিন এবং বিএনপি নেতা কামরুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়- সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামের অফিস রুমে বিএনপি’র ৫ নেতাসহ অজ্ঞাত যুবদল নেতা-কর্মী, অজ্ঞাতনামা ১শ’ থেকে ১২০ জন নেতাকর্মীরা প্রবেশ করে। এক পর্যায়ে পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান উপজেলা নির্বাচনা অফিসারকে বলে ‘আমি কেন তাদের মূল্যায়ন এবং কেন তাদের কথা মতো কাজ করি না।
এসময় তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এমন অপবাদ দিয়ে নির্বাচন অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হইয়া উপজেলা নির্বাচন অফিসারকে মারপিট করে এবং আমার ফোন কেড়ে নেয়। এই ঘটনাটি শুরু থেকে গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং অপারেটর সুমন রানা মোবাইল ফোনে ভিডিও করতে থাকে। বিষয়টি টের পেয়ে বিএনপি’র নেতাকর্মীরা সুমন রানাকে এলোপাথারী চর থাপ্পর কিল ঘুষি এবং মোবাইল ফোন কেড়ে নেয়। এসময় অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন স্ক্যানিং অপারেটর সুমন রানাকে রক্ষা করার চেষ্টা করিলে তাকেও লোহার রড দিয়ে এলোপাথারী মারপিট করে।
অফিসের সার্ভার রুমের কাচের ডোর বাইরাইয়া ভাংচুর করে। সে সময় সহকারী উপজেলা নির্বাচন অফিসার আবু রায়হান তাদের রক্ষা করার চেষ্টা করলে তাকেও এলোপাথারী কিল ঘুষি লাথি মারে। এসময় বিএনপি’র লোকজন অফিসের অন্যান কক্ষের কাচের থাই গ্লাস এবং বারান্দায় রাখা ফুলের টবসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে ও হেল্প ডেস্কে থাকা গুরুত্বপূর্ণ ফাইলপত্র ছিড়ে নষ্ট করে।
আহত ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে পৌর ছাত্রদলের সভাপতি পুনরায় হামলা করে।
এ ঘটনার পর দুপুরে জেলা নির্বাচন অফিসার ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন ভূইয়া বলেন, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন