মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে বিপুল মাদক উদ্ধার, দুই ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
মাধবপুরে মাদক উদ্ধার
expand
মাধবপুরে মাদক উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব–৯ এর পৃথক দুই অভিযানে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাবের একটি অভিযানিক দল।

র‍্যাব–৯ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) গভীর রাত থেকে সকাল পর্যন্ত শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি–৩) সদস্যরা মাধবপুর উপজেলার দুটি স্থানে অভিযান চালায়।

প্রথম অভিযানে রাত ১টা ৫৫ মিনিটের দিকে পানসী হোটেলের সামনে অবস্থানকালে, র‍্যাব জানতে পারে জগদীসপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‍্যাবের দলটি রাত ২টা ১০ মিনিটে সেখানে পৌঁছে তাকে আটক করে।

তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার জগদীসপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র মো. ইলিয়াছ মিয়া (৪০)।

এরপর সকালে র‍্যাব–৯ এর আরেকটি দল শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ মো. আলামিন মিয়া (২৩)–কে গ্রেফতার করে।

তিনি মাধবপুর উপজেলার জালুয়াবাদ গ্রামের মো. শানু মিয়ার পুত্র।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব–৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন