

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনাতয়নে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ। প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান।
টাঙ্গাইল প্রেসক্লাবের প্রায় ৩৭জন সদস্য ও তার পরিবারের অংশগ্রহণে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে খেলা পরিচালনায় সহযোগিতা করছেন সদস্য সচিব মোজাম্মেল হক ও সদস্যবৃন্দ হলেন অরণ্য ইমতিয়াজ, খন্দকার মাসুদুল আলম, মাসুম ফেরদৌস, আব্দুল্লাহ আল নোমান, রুমি আক্তার পলি ও মো. রওশন আলী।
টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট হলো দাবা, ক্যারাম, টেবিল টেনিস, অকশন ব্রীজ, কলব্রীজ ও ব্রে এবং সদস্যর পরিবারের জন্য লুডু, ক্যারাম ও বাঘাডুলি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
