

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের চর তারা বাড়িয়া দিয়ার পাড়া এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার মৃত আনসার মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১১ জানুয়ারি) হাফিজুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার বিকেলে বাড়ির অদূরে একটি সরিষা ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা লাশটি হাফিজুল ইসলামের বলে শনাক্ত করেন। পরে বিষয়টি উল্লাপাড়া মডেল থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটন করা যাবে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে দেখছে।
মন্তব্য করুন
