সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে গোপনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
শেরপুরে গোপনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
expand
শেরপুরে গোপনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শেরপুরে গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল করেছে। এর প্রতিবাদে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

গেল মধ্য রাতে সদর উপজেলা থেকে পার্শ্ববর্তী জামালপুরের বকশিগঞ্জ উপজেলামুখী হাইওয়ে সড়কের মাছপাড়া কেন্দুয়ারচর এলাকায় এ মশাল মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে সেই ভিডিও পোস্ট করার পর ছড়িয়ে পড়ে সারাদেশে। তবে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

এদিকে, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু ও যুবদল নেতা পারভেজের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিল করছে। একটি পলাতক দলের কর্মীরা কীভাবে শেরপুরের বুকে মিছিল করার সাহস পায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান, আমাদের ভাই বোনদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া বলেন, আমার ভাইদের রক্তের দাগ এখনো রাস্তা ভিজে আছে। এর মধ্যেই আমাদের বুকের উপর দিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। নির্বাচনের আগ-মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের প্রতিহত করতে প্রয়োজনে আবার মাঠে নামবো।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তায় হয়নি। তবে, নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন