মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু: মাদক ব্যবসায়ী আটক

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
বদরগঞ্জ থানা
expand
বদরগঞ্জ থানা

রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদ রেকটিফাইট স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। গেলো রাত থেকে তাদের মৃত্যুর গুঞ্জন শোনা গেলেও জানাজানি হয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আজ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।

মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০), পার্শ্ববর্তী শিবপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০)। এছাড়াও সদর উপজেলার চন্দন পাঠ ইউনিয়নের সাহাপাড়া এলাকার দ্বীনদার হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ( ১১ জানুয়ারি) গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর নয়া পাড়ায় মাদক কারবারি জয়নুল আবেদিনের থেকে রেকটিফাইট স্পিরিট কিনে পান করেন এই তিন ব্যক্তি । ওই স্পিরিট পান করে অসুস্থ হয়ে দুজন বাড়িতেই মারা যায়, অপরজন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় মারা যান।

এ বিষয়ে রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, মদপানে দুজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মাদক কারবারি জয়নুল আবেদিনকে গ্রেফতার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X