

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশায় উৎসবমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় অবস্থিত স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৮০ জন শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনের মাধ্যমে আরও ২১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষাবিদরা মনে করেন, ছোট বয়স থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, আত্মবিশ্বাস তৈরি হয় এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে। বৃত্তি পরীক্ষা শিশুদের নিজেদের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের বড় পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিতে সহায়তা করে।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নারী উদ্যোক্তা মিসেস স্বজনী আলিমের উদ্যোগে ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে গত চার বছর ধরে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা শুরুর আগে শুধু পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ সময় অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে অপেক্ষা করেন।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করছে এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষায় ৮০ নম্বরের বেশি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে আগামী ৩১ জানুয়ারি একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য, স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান ‘স্বজন ক্যাডেট স্কুল অ্যান্ড মাদরাসা’ চলতি বছরেই যাত্রা শুরু করেছে। পাশাপাশি মিসেস স্বজনী আলিমের স্বপ্নের প্রতিষ্ঠান স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মন্তব্য করুন
