

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ইন্দুরকানীতে তিনজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অর্ধশতাধিক ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকায় বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-১ আসনের ধানের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে নবযোগদানকারী নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ৫নং চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন। এছাড়াও পাঁচটি ইউনিয়নের সাধারণ ও মহিলা ইউপি সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিএনপিতে যোগ দেন।
নেতাকর্মীরা বলেন, বর্তমানে পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বিশেষ করে দীর্ঘ ২৯ বছর পর পিরোজপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে ঘোষণা দেওয়ার পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তারা আরও জানান, ইন্দুরকানীসহ আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগদানে আগ্রহী হয়ে উঠছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতেই তারা দলটিতে যোগ দিয়েছেন।
মন্তব্য করুন
