

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর দুমকী উপজেলায় খাস ও ফসলি জমির ওপর গড়ে ওঠা একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষদি এলাকায় ‘ফেমাস ব্রিক্স’ নামের ভাটাটিতে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে ইটভাটাটি পুরোপুরি উচ্ছেদ করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে স্ক্যাভেটর (ভেকু) দিয়ে ভাটার চিমনি, চুল্লি ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। ফায়ার সার্ভিস কাঁচা ইটগুলোতে পানি ছিটিয়ে নষ্ট করে দেয়।
প্রশাসনের দাবী, পরিবেশ বিধিমালা মানা হয়নি এমন অভিযোগে ভাটাটিতে দীর্ঘদিন ধরে নজরদারি করা হচ্ছিল। গত বছর একই স্থানে অভিযান চালাতে গেলে ভাটা মালিক ও শ্রমিকরা ভ্রাম্যমাণ আদালতের দলের ওপর হামলা চালিয়েছিলেন। তখন ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্ক্যাভেটরের চালকও মারধরের শিকার হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছিল।
স্থানীয় লোকজনের অভিযোগ, আংশিক উচ্ছেদের পরও ভাটার মালিকরা আবার ইট উৎপাদন শুরু করেন। পরে জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত হয়ে আজকের অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক বলেন, ‘অবৈধ ইটভাটা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। নিয়ম না মেনে গড়ে ওঠা কোনো ভাটা চলতে দেওয়া হবে না।’
মন্তব্য করুন