বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ডাকাতি ও গণধর্ষণ: র‍্যাবের অভিযানে আরও এক আসামি গ্রেপ্তার

​নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি
expand
র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি

নোয়াখালী সদর উপজেলায় গত বছর ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত আসামির নাম ইউসুফ ওরফে রুবেল (৩৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

​মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) দুপুরে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

​তিনি জানান, সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-৭-এর একটি যৌথ দল সুধারাম মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

​২০২৩ সালের ১১ জানুয়ারি রাতে নোয়াখালী সদর উপজেলার কালাধরা ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতি করার সময় ডাকাত দলের সদস্যরা এক নারীকে গণধর্ষণ করে। ঘটনার পর সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে।

​তদন্ত চলাকালীন র‍্যাব ইতিপূর্বে আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছিল। তারা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দীর্ঘ অনুসন্ধানের পর মূল অভিযুক্তদের একজন ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

​র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ইউসুফ ওরফে রুবেলের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X