শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম
জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধার অভিযোগ
expand
জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ইসলামের নারী কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও তার সমর্থকরা উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X