সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আপিল শুনানিতে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম
লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন
expand
লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, শুনানি শেষে আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচনে নড়াইল-১ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করছি।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বাতিল ঘোষনা করেন। লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে জয়ী হয়েছেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X