

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা। উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলীসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই করে আসছে। তাঁর দাবি, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে দলকে সংগঠিত করতে হবে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন— জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির কর্মীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।
মন্তব্য করুন