সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৭ আসনে বিএনপি প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন
expand
জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনে নির্বাচনী সমীকরণে বড় ধরনের চমক ও নাটকীয়তা তৈরি হয়েছে। হলফনামায় তথ্য গোপন ও বিভিন্ন অসঙ্গতির কারণে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনসহ একইদিনে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোয় বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে প্রার্থীদের হলফনামার পাশাপাশি পুলিশের একটি প্রতিবেদন থাকে। যাছাই-বাছাইয়ের সময় জেলা পুলিশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। হলফনামার তথ্যের সঙ্গে পুলিশ প্রতিবেদনের অমিল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।’

মনোনয়নপত্র বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের পরিপত্র ৭-এ স্পষ্ট উল্লেখ আছে, অনেক আগে নিষ্পত্তি হওয়া মামলার তথ্য দিতে না পারলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না। অত্যন্ত ঠুনকো ও অযৌক্তিক কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।’

মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন- মোহাম্মদ আনোয়ার সাদাত (স্বতন্ত্র), মো. জয়নাল আবেদীন (স্বতন্ত্র), আবুল মুনসুর (স্বতন্ত্র), মো. নজরুল ইসলাম (খেলাফত মজলিস) ও আব্দুল কুদ্দুস (বাংলাদেশ খেলাফত মজলিস)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X