

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেছেন, শরীফ ওসমান হাদির এই মৃত্যু আমাদের বাংলা যতদিন থাকবে, এটা আমাদের প্রেরণা উৎস হয়ে থাকবে। ওসমান হাদীর মৃত্যুর মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে শেষ করে দেওয়ার একদম নিশানা। আমরা অতীত দেখেছি, বর্তমানে দেখতেছি, সামনেও দেখব। এজন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকালে ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাৎ কবুল কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের মুসলিম উম্মাহ প্রধান শত্রু হলো এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ভারত। আমাদের প্রধান শত্রু এটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দু এটাকে হাতছাড়া হয়ে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক যারাই এই ৫৪ বছর পর্যন্ত পরিচালনা করেছে। এখন তাদের হাতছাড়া হয়ে গেছে, এখন বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতেছে কোনভাবেই সফল হচ্ছে না।
তিনি আরও বলেন, আমাদের আমির ঘোষণা করেছে, যে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনের ১২ তারিখ আগ পর্যন্ত অনেক ষড়যন্ত্র হবে। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে চিরশত্রু ভারত এবং ভারতের প্রেতাত্মা যারা এই বাংলাদেশের জমিনে ঘোরাফেরা করছে তাদেরকে চিরতরে শেষ করে দিব ইনশাআল্লাহ।
ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শহিদুর রহমান শাহিন, প্রচার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলাউদ্দিন ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
