বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে রেস্টুরেন্ট সিলগালা  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
অনিয়মের দায়ে রেস্টুরেন্ট সিলগালা  
expand
অনিয়মের দায়ে রেস্টুরেন্ট সিলগালা  

মুন্সীগঞ্জে “দি বার্ন্ট বাইট রেস্টুরেন্ট” নামে একটি রেস্টুরেন্ট সিলগালা করেছে প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে রেস্টুরেন্টটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা এবং বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসময় সংশ্লিষ্ট আইন অনুযায়ী “দি বার্ন্ট বাইট রেস্টুরেন্ট”কে সিলগালা করা হয়। অভিযানের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X