

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরের গাংনীতে বৈধ কাগজপত্র না থাকা ও অনুমোদনহীন ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ ডিসেম্বর) দিনভর উপজেলার গাংনী পৌরসভার দোয়েল ইটভাটা ও ভাটপাড়া এলাকার রিপন ইটভাটাতে এ অভিযান চলে। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় পরিবেশ অধিদপ্তরের মেহরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে কাঁচা ও পোড়ানো ইট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ইট তৈরির বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, ২০০৬ সাল থেকেই ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। তবুও কিছু ভাটামালিক অবৈধভাবে এই চিমনি ব্যবহার করে আসছিলেন।
খবর পেয়ে আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ধানখোলা রাস্তার এলাকায় এখন পর্যন্ত ১টি ইটভাটায় অভিযান চালিয়ে এগুলো গুঁড়িয়ে দেয়া হয়। অবশিষ্ট অবৈধ ভাটাগুলোতেও অভিযান চলবে বলে জানানো হয়। ‘প্রাথমিকভাবে ড্রাম চিমনি ব্যবহারকারী ভাটাগুলোতে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটাতেই অভিযান পর
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
