

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাগুরার মহম্মদপুর উপজেলায় মাছের কাঁটা গলায় আটকে সিয়াম নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়া ঈদগাহ ময়দানের দক্ষিণ পাশে বসবাসরত আমিনুর ব্যাপারীর ১৯ মাস বয়সী ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে রান্না করা পাঙ্গাশ মাছ রাখা ছিল। পরিবারের সদস্যদের অজান্তে শিশু সিয়াম ঘরের ভেতরে গিয়ে ওই মাছ খেয়ে ফেলে। কিছুক্ষণ পর হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়।
বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
শিশু সিয়ামের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশী ও এলাকাবাসী শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এদিকে চিকিৎসকরা জানান, ছোট শিশুদের ক্ষেত্রে মাছের কাঁটা বা শক্ত খাবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
