

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরীর নেতৃত্বে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে পৌরসভার নিজ বাড়িতে নেতা- কর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আমাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। কিন্তু আমি কখনোই দল ছেড়ে যাইনি।আমি সবসময় বিএনপিতে ছিলাম এবং এখানেই থাকব। আশা রাখি দল আমাকে মূল্যায়ন করবে এবং আমাকে মনোনয়ন দিবে। আর আমি দলের সিদ্ধান্তের বাহিরে কিছু করব না। ধানের শীষের সাথেই আমার অবস্হান থাকবে।
নাভীলা চৌধুরী আরও বলেন, আমি আমার এ বাড়ী থেকে চলে যেতে বাধ্য হলেও বরাবরই এ বাড়ীটি ধানের শীষের দূর্গ হিসেবে পরিচিত।সেই দুঃসময়েও আমার বাড়িতেই বিএনপির মিটিং-মিছিল হয়েছে। ছাত্রদলের অফিসও এখানে অবস্হিত এবং এখান থেকেই কার্যক্রম পরিচালনা করেছে। দলের জন্য সবসময় কাজ করেছি এবং এবং এধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আগে আমি প্রচার-প্রচারণা জোরালোভাবে শুরু করিনি, কারণ আমার বড় ভাই সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীও মনোনয়ন প্রত্যাশী এবং দীর্ঘদিন ধরে দলের জন্য মাঠে কাজ করছেন। আমার ধারনা ছিল তিনি (লাভলু সিদ্দিকী) মনোনয়ন পাবেন। কিন্ত মনোনয়ন ঘোষনায় তাঁর নাম আসেনি। তাছাড়া মনোনয়ন ঘোষনার পরের দিনই তা আবার স্থগিত হয়। মনোনয়ন স্থগিত হওয়ায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের সমন্বয়ে শত শত মোটর সাইকেল ও মাইক্রোবাসে একটি বর্নাঢ্য র্যালী তাঁর নিজ বাড়ী থেকে শুরু হয়ে ৭১ চত্বর দিয়ে পাঁচ্চর ও মাদবর চর ইউনিয়নেের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিবচরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবচর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহনেওয়াজ তোতা, সদস্য সচিব মুক্তিযোদ্ধা এমদাদুল হক খাঁন, বিএনপি নেতা সাজু মোড়ল, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, যুবদল নেতা সোহাগ প্রমুখ।
মন্তব্য করুন