সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে লাভলুর নেতৃত্বে গণসমাবেশ 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর নেতৃত্বে গণসমাবেশ
expand
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর নেতৃত্বে গণসমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়।

রবিবার (৯ নভেম্বর) বিকালে শিবচরের ঐতিহাসিক ৭১ সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শিবচরের পরিচিত নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

দিবসটি উপলক্ষে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও আশপাশের এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ শিবচর ৭১ সড়কে জড়ো হন। ‘বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধ হোন’ এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, “৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের গণমানুষের ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা আবারও ঐক্যবদ্ধ।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, আমরা মাঠে আছি এবং থাকব- মানুষের অধিকার ও ন্যায়ের সংগ্রামে।”

সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ শতাধিক ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী।

এ সময় শিবচর ৭১ সড়ক ও আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আয়োজকরা জানান, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিএনপি আবারও জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন