

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরে বখাটেদের দাবীকৃত চাঁদা না দেয়ায় পেট্টোলের আগুনে পুড়লো এলজিইডি’র কাজে ব্যবহৃত ঠিকাদারি মালামাল। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কের কাজে থাকা শ্রমিকদের মাঝে। থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার এলজিইডির অর্থায়নে মাদ্রা এলাকায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মানের কাজ শুরু করেন ঠিকাদার বাবুল আকন। বেশকিছুদিন ধরে এলাকার কিছু বখাটেরা ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেয়ায় বুধবার রাতে মাদ্রা কলেজের ভেতর থাকা সড়কের কাজে ব্যবহৃত ঝুটে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এতে ১০০০ বস্তা ঝুট পুড়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বিটুমিন ও গাড়ির লোহার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় তারা। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ঠিকাদারি প্রতিষ্ঠানের। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। বিচার দাবী করেছেন ঘটনার সাথে জড়িতদের।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
মন্তব্য করুন
