

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের পাটগ্রামে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায় হেলাল উদ্দিন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আলী হোসেন নামে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার একাধিক এলাকায় অভিযান চালায় আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
এ সময় আইন অমান্য করে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে রাখায় উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার হেলাল উদ্দিনকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যদ্রব্য তৈরি ও লাইসেন্সবিহীন ব্যবসা চালানোর অপরাধে একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারামারা এলাকার নূরানী ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমিনুর রহমানের নের্তৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, ‘আইন অমান্য করে- মেয়াদ নেই এরকম ঔষুধ রাখায় এক ব্যক্তিকে ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যদ্রব্য তৈরি এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে অপর এক ব্যক্তিকে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।’
মন্তব্য করুন