শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে খালে মিলল নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম
expand
লক্ষ্মীপুরে খালে মিলল নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ

লক্ষ্মীপুরের নিখোঁজের একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় এক যুবক খালে টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বাঁশ গাছের নিচে খালে মরদেহটি পড়ে থাকতে দেখে।

এর আগে তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার পর থেকে নিখোঁজ ছিলেন।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে।

স্থানীয় বাসিন্দা কাইয়ুম হোসেন বলেন, আমি টেটা দিয়ে খালে মাছ শিকার করতে যাই। তখন ইউছুফ কাকার মরদেহ বাঁশ গাছের নিচে খালে পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেই।

নিহত ইউছুফের ছেলে মো. শাকিল বলেন, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে। পা গামছা দিয়ে বাধা ছিল। এটি পরিকল্পিত হত্যা। আমাদের পারিবারিক জমি বন্টন নিয়ে চাচাদের (নিহতের ভাই) সঙ্গে বিরোধ রয়েছে। এছাড়া আর কারো সঙ্গে বাবার কোন বিরোধ নেই।

নিহতের স্বজন সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীর বলেন, ইউছুফ আমার ভগ্নিপতি। তার নিখোঁজের বিষয়টি আমার জানা ছিলো না। এখন তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন