সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত কয়েক দিন ধরে শীতের প্রকোপ তুলনামূলকভাবে কম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবারও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে এবং দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ছাড়াই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X