বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি দল বেহেস্তের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে: রুমী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম
দোয়া মাহফিলে সৈয়দ মেহেদী আহমেদ রুমী
expand
দোয়া মাহফিলে সৈয়দ মেহেদী আহমেদ রুমী

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, একটা দলের লোক আমাদের মেয়েদের কাছে বাড়ি বাড়ি গিয়ে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলছে, এই খানে একটা ভোট দিবেন, বেহেস্তে পাঠায় দিবনে। অথচ স্বয়ং নবী (সঃ) বলেছেন বেহেস্তে পাঠানোর ক্ষমতা আমার নেই। বেহেস্তের মালিক আল্লাহ। তো এখানে এই সব কাঠ মৌলবিদের কোথা থেকে ক্ষমতা আসলো? এটা আল্লাহর সাথে প্রতারণা, নবীর সাথে প্রতারণা, ইসলামের সঙ্গে প্রতারণা, ধর্মের সঙ্গে প্রতারণা, জনগণের সঙ্গে প্রতারণা। এই প্রতারণায় দায়ে তাঁরা জ্বলে পুড়ে খান খান হয়ে যাবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর কয়া বাজার এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে ফেসবুকে খুচায়তেছেন। বিএনপি ছিল বলেই এই দল এখনও ঠিকে আছে, এই দেশ এখনও ঠিকে আছে। বিএনপি না থাকলে আপনার অস্তিত্ব থাকতো না। যে কলের মধ্যে আপনি পড়েছিলেন। যাইহোক আমাদের দেশের সেনাবাহিনী ভাল। তাই আপনাকে সেফটি পৌছে দিয়েছেন। আপনার মত লোককে পৌছে দিয়ে অন্তত দেশের লোককে বাঁচায়ছে। আমি এটুকু বলতে চাই। হাসিনার সাজা হবে। আওয়ামী লীগের অন্য নেতারা যাঁরা অপরাধ করেছে। তাঁদেরও সাজা হবে।

রুমী আরও বলেন, জাতীয়তাবাদী দল আমাকে নমিনেশন দিয়েছে। সেই দলের প্রতিনিধি হয়ে এই টুকু বলতে চাই আপনাদের কাছে, আমার ভুলত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দিবেন। ১২ তারিখে ভোটের দিন মা বোনদের সাথে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দিবেন। তরুণ তরুণীর প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। প্রবাসীদেরও ফোন করে ধানের শীষে ভোট দিতে বলবেন।

এসময় দোয়া মাহফিলে কয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটি'র সাবেক সভানেত্রী অধ্যাপক সৈয়দ ফাহিমা বানু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X