

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি ও ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব বিড়ি ও মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯ হাজার ১৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২ হাজার ৭০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ১ টার দিকে পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৯ বোতল মদ এবং একইদিন আনুমানিক ভোর ৫টা ৫০ মিনিটের সময় চিলমারী মরারপাড়া মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৯৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা।
এদিকে মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
