সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় স্কুল শিক্ষকের পাখি শিকার, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
স্কুল শিক্ষকের পাখি শিকার
expand
স্কুল শিক্ষকের পাখি শিকার

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়ায় শাজাহান আলী নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে নির্বিচারে পাখি শিকারের অভিযোগ উঠেছে।

রোববার(১১ জানুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযুক্ত শিক্ষক শাহজাহান আলী কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আইসিটি বিষয়ক শিক্ষক তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,শাহাজান আলী হাতে একটি এয়ারগান নিয়ে পাখি শিকারের উদ্দেশ্য রাস্তায় হাঁটতে যাচ্ছেন। এসময় মসজিদের ইমাম ও স্থানীয়রা তাকে পাখি নিধনে বাধা দেয় এবং প্রতিবাদ জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে উল্টো তাদেরই হেনস্তা করেন। ভিডিওতে ওই ইমাম এই কাজটি অন্যায় করছেন কি না প্রশ্ন করলে তিনি বলেন আমি অন্যায়-বেঅন্যায় দেখতি আসি নাই। পরে সেখান থেকে তিনি চলে যান।

এবিষয়ে শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করে বলেন,ভিডিওটি গত শুক্রবারের। তার পুকুরে বক এসে মাছ খেয়ে নেয়, সেগুলো তাড়াতেই তিনি পাঁচ বছর ধরে ওই এয়ারগান ব্যবহার করছেন। তিনি দাবি করেন, তিনি পাখি শিকার করেন না এবং অভিযোগগুলো মিথ্যা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ভিডিওতে যিনি দেখা গেছে তিনি তাদের আইসিটি বিষয়ক শিক্ষক। সমাজ সচেতন একজন মানুষের এমন আচরণ সত্যিই দুঃখজনক।

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ আলী জানান, বিষয়টি তিনি এখনও খতিয়ে দেখছেন। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা মো:রেজাউল আলম বলেন,বিষয়টি আমরা জেনেছি।তার বিরুদ্ধে আমরা আইগত ব্যবস্থা গ্রহণ করবো।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, তিনি ভিডিওটি দেখেছেন এবং বিদ্যালয়ের সভাপতি হিসেবে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X