রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
কুষ্টিয়া সদর হাসপাতাল
expand
কুষ্টিয়া সদর হাসপাতাল

কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামের এক বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মামুন হোসেন ওই এলাকার বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন।

মামুনের বোন সুমি খাতুন জানান, তার ভাই মামুন রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে বুজরুক বাঁখই বিল এলাকায় গিয়েছিল। এসময় ৬ থেকে ৭ জন ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের গুরুতর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেন বা কারা কুপিয়েছে তা এখনও জানা যায়নি।

নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মামুন ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি গ্রুপের কর্মী।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, মামুনের বুকে বড় ধরনের আঘাত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। তবে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন এই চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X