মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বাঁশ বাগানে মিলল কলেজ ছাত্রের মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
বাঁশ বাগানে মিলল কলেজ ছাত্রের মরদেহ
expand
বাঁশ বাগানে মিলল কলেজ ছাত্রের মরদেহ

কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশ বাগান থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সিয়াম ওই এলাকার স্থানীয় মসজিদের ইমাম সিপুল হোসেনের ছেলে এবং গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মধুগাড়ি এলাকার শেহালা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে গতকাল সোমবার বিকেল ৫টা থেকে নিখোঁজ ছিলেন সিয়াম ও তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন,সকালে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X