রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির গায়েবানা জানাজার নামাজ পড়ালেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
মুফতি আমির হামজা।
expand
মুফতি আমির হামজা।

কুষ্টিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শহরের পাঁচ রাস্তার মোড়ে সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ ছাত্র জনতার উদ্যোগে গায়েবানা জানাজার পাশপাশি ওসমান বিন হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা নামাজে ইমামতি করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। জানাজা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

জানাজা ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সর্বস্তরের ছাত্রজনতা বলেন,হাদি ছিলেন একজন প্রকৃত যোদ্ধা। দেশকে নিয়ে তার ভালোবাসা ও চিন্তাভাবনা ছিল অসাধারণ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে তার গভীর উপলব্ধি দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে।

এসময় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরার পাশাপাশি শহীদ হাদির স্মৃতি সংরক্ষণ এবং তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X