

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় মাদক নির্মূলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে ১৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযান শেষে শহরের জগতি রেলস্টেশন প্ল্যাটফর্মে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার। এসময় তিনি আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ সহ যৌথ বাহিনীর সদস্যরা।
এবিষয়ে ফয়সাল মাহমুদ জানান, মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেশ কয়েকটি স্থানে মাদক কেনাবেচার তথ্য পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন
