

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিন ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও পথচারীসহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক এর উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথচারী ও স্থানীয় জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর জামাল হক, সদস্য সচিব মো. নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, যুবদল নেতা মোঃ জাহিদ হাসান,
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হক বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ এ সময় বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখবে। আনন্দ মিছিলে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন
