রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে লাল কালির চিরকুটে জামায়াত কর্মীকে হত‍্যার হুমকি

কু‌ড়িগ্রাম প্রতিনি‌ধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
লাল কালির চিরকুট
expand
লাল কালির চিরকুট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হত‍্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বেলকনিতে কে বা কারা একটি চিরকুট রেখে যায়। যেখানে একটি সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মাঝে ইংরেজিতে লেখা (I kill you) চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার।

এ ঘটনায় ওই জামায়াত কর্মী শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার (২০ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী থানার অফিস ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, হত‍্যার হুমকি পাওয়া ব‍্যক্তির নাম মোঃ শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব‍্যবসা পরিচালনার জন‍্য জনৈক জোবাইদুল ইসলাম এর দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড), বাড়িতে নিচতালায় ভাড়া থাকেন।

গত শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বেলকনিতে একটি সাদা চিরকুট দেখতে পায়। উক্ত চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে (I kill you) লেখা আছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে প্রশাসনের সহযোগিতা চেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন ওই জামায়াত কর্মী।

এবিষয়ে শাহ আলম জানান, গতকাল বিকেলে আমি বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌছলে আমার স্ত্রী হত‍্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X