

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করেছে প্রশাসন।
এর মধ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবার বিকেলে যশোর সরকারি মহিলা কলেজ ও যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সরকারি মহিলা কলেজের কলা ভবনের ১১৬ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে ইশতিয়াক আহমেদ নামের এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম।
এ সময় তার কাছ থেকে নকল করার ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে বেলাল হোসেন খান নামে এক ব্যক্তি আটক হন। কেন্দ্র সচিব রেজাউল হক জানান, জাহিদ হাসান নামের এক পরীক্ষার্থীর পক্ষে পরীক্ষায় অংশ নেন বেলাল হোসেন। প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বিষয়টি ধরা পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে আটক ইশতিয়াক আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে আটক বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন
