

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরে পাঁচ দফা দাবিতে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও চালকদের ধর্মঘট ও বিক্ষোভ রবিবার (২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ধর্মঘটের কারণে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের দৈনন্দিন যাত্রা চরমভাবে প্রভাবিত হয়।
দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা তাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন—লাইসেন্স নবায়ন ফি কমানো, গাড়ির রং করার বাধ্যবাধকতা বাতিল, শহরের মোড়ে চেকপোস্ট স্থাপন, পৌর এলাকায় নতুন লাইসেন্স বন্ধ এবং লাইসেন্সবিহীন অটোরিকশার চলাচল বন্ধ।
সারাদিনের ধর্মঘট ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা অবস্থান কর্মসূচির পর জেলা প্রশাসক কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা হাজী ফতে উল্লাহ হামেদী জানান, লাইসেন্স নবায়ন ফি কমানো ও গাড়ির রং করার বাধ্যবাধকতা বাতিলের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে পৌরসভার ভেতরে অটোরিকশার চলাচল সীমিত রাখার শর্ত রয়েছে।
প্রশাসনের আশ্বাসে অটোরিকশা চালকরা বিকেলের দিকে তাদের ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ শান্তিপূর্ণ সমাধানকে স্বাগত জানিয়েছেন।
মন্তব্য করুন