

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে যাত্রীকে হয়রানির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মশিউর রহমান জুয়েল এ মামলা দায়ের করেন। তিনি হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসেস সার্ভার হিসেবে দায়িত্বে আছেন।
মামলার অন্যান্য আসামি হলেন— ফাঁড়ির নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনির পলাশ মিয়া।
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ আগস্ট রাতে ঢাকা যাওয়ার জন্য মশিউর রহমান জুয়েল শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যান। উপবন ট্রেন বিলম্বিত হওয়ায় তিনি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
চিৎকার করলে তাকে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে পুলিশ সদস্যরাও তাকে মারধর করে এবং গাঁজা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। পুরো ঘটনাটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দ্রুত বিচার আদালতের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে শায়েস্তাগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানিয়েছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    