বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে বালুবাহী ট্রাকে কসমেটিকস ও শাড়ি জব্দ 

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, শাড়ীসহ একটি ট্রাক জব্দ
expand
বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, শাড়ীসহ একটি ট্রাক জব্দ

মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে অভিনব কায়দায় বালুর নিচে লুকানো দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, শাড়ীসহ একটি ট্রাক জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।

পরবর্তীতে রাত আনুমানিক ২টার দিকে একটি বালুবাহী ট্রাক সন্দেহজনকভাবে ওই এলাকা দিয়ে অতিক্রম করলে বিজিবি সদস্যরা ট্রাকটিকে সংকেত দিয়ে থামান। তল্লাশি চালিয়ে ট্রাকের বালুর নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকস ও শাড়ী উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ সকল অবৈধ পণ্য জব্দ করা হয়। েবিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় পণ্য ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমন তানজিল মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X