

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ১৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলার ৪ নম্বর কাকাইলছে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহানগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট রোমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চোলাই মদের বড় একটি মজুতসহ মাদক ব্যবসায়ী সুনীল রবিদাশ (৪৬) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুনীল রবিদাশ ওই এলাকার মঙ্গল রবিদাশের পুত্র। সেনা সূত্র জানায়, অভিযানের সময় আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।
অভিযান শেষে জব্দকৃত চোলাই মদসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রাতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই তহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন
